Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে অনিবন্ধিত ৭টি ক্লিনিক বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২১:৩৮

জামালপুর: জেলার পৌর শহরের বৈধ কাগজপত্র না থাকায় ৭টি ক্লিনিকে সিলগালা করে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সমন্বিত টাস্কফোর্স। এছাড়াও ৪টি ক্লিনিক মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৯ মে) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ সহযোগিতা করে।

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ আবু আহমেদ সাফি জানান, জেলায় ১৩৮টি নিবন্ধিত ও ৭১টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা নতুন পরিপত্রের আলোকে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং অভিযান চলমান থাকবে।

সারাবাংলা/এনএস

৭টি ক্লিনিক বন্ধ জামালপুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর