টানা ৯ দিন বন্ধের পর হিলি দিয়ে গম আমদানি শুরু
২৯ মে ২০২২ ২০:১৫ | আপডেট: ৩০ মে ২০২২ ১২:৫৮
দিনাজপুর: ভারত অভ্যন্তরে জটিলতা থাকায় টানা ৯ দিন বন্ধের পর জেলার হিলি স্থলবন্দর দিয়ে দেশটি থেকে পুরোনো এলসির গম আমদানি শুরু হয়েছে। রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে ৪০ মেট্টিক টন গম বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়।
পরে আরও একটি ট্রাকে ৪০ মেট্টিক টন গম আমদানি হয়। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হারুন-উর রশিদ হারুন বলেন, ‘ভারত সরকার হঠাৎ করে গত ১২ মে গম রফতানি বন্ধ করে দেয়। গম রফতানি বন্ধ করলেও আগের করা এলসির গম বাংলাদেশকে দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতার কারণ দেখিয়ে গত ২০ মে গম রফতানি বন্ধ রেখে ছিল দেশটি।’
তবে সেই জটিলতা কাটিয়ে ৯দিন পর আজ (রোববার) বিকেলে এই বন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। এতে করে আমাদের ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি ফিরেছে বলে উল্লেখ করেন হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের এই সভাপতি।
আরও পড়ুন:
- আগের এলসি করা গমও বাংলাদেশকে দিচ্ছে না ভারত
- হিলি স্থলবন্দর দিয়ে কমেছে গমের আমদানি, বেড়েছে দাম
- বন্দরে অপেক্ষমান গমের চালান ছাড়ের সিদ্ধান্ত ভারতের
- ভারত থেকে চুক্তির গম আনাই সরকারের বড় চ্যালেঞ্জ
- ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্ত প্রতিবেশী দেশের জন্য নয়
- গম রফতানি নিষিদ্ধ করল ভারত
সারাবাংলা/এনএস