Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর দায়ে ৩ তরুণের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১৯:৫৭ | আপডেট: ২৯ মে ২০২২ ১৯:৫৮

প্রতীকী ছবি

রাজশাহী: বগুড়ায় কলেজছাত্রীর অশ্লীল ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর দায়ে তিন তরুণকে কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ রায় দেওয়া হয়।

এছাড়া আলাদা দু’টি ধারায় তাদের ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আলাদা দু’টি ধারায় তাদের প্রত্যেককে আট লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন— শুভাশিষ রায় কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম আলিফ। তাদের বাড়ি বগুড়া। ২০১৯ সালের ১৩ অক্টোবর বগুড়া সদর থানায় এই মামলা হয়েছিল।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। মেয়েটিকে অশ্লীল প্রস্তাব দেওয়া হয় এবং দেখা করতে বলা হয়।

পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এর কিছুদিন পর আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা মামলা করেন।

আইনজীবী ইসমত আরা আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। পরে পুলিশের তদন্তে এই তিন তরুণের সম্পৃক্ততা বেরিয়ে আসে। তাই পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত বাদী, ভিকটিমসহ ৯জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় ঘোষণা করলেন।

আদালত একটি ধারায় প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছেন। অন্য আরেকটি ধারায় প্রত্যেককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা করে জরিমানা করেছেন। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কলেজছাত্রীর অশ্লীল ছবি তিন তরুণের কারাদণ্ড বগুড়া রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর