Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরাতে পুলিশের পিপার স্প্রে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১৯:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পূর্বনির্ধারিত একটি সমাবেশের পর বিএনপির নেতাকর্মীদের পিপার স্প্রে নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষ হওয়ার পরও সড়কে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কোতোয়ালি থানার নুর আহমদ সড়কে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটি রোববার বিকেলে নাসিমন ভবন প্রাঙ্গণে সমাবেশ করে।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর সারাবাংলাকে বলেন, ‘সমাবেশ শেষ হয়ে গেছে। নেতাকর্মীদের অধিকাংশই চলে গেছেন। আমরা কয়েকজন নাসিমন ভবনের মসজিদে নামাজ পড়ে মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন হঠাৎ অনুভব করি যে, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, নাক-চোখ দিয়ে পানি পড়ছে। বুক জ্বালা করছে। বুঝতে পারি যে, পিপার স্প্রে মারা হয়েছে। কিন্তু কোনো শব্দ নেই, ধোঁয়াও ছিল না। আমি নাসিমন ভবনের গেইটে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের কাছে গিয়ে এর প্রতিবাদ জানাই। আমরা পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।’

নগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তার সারাবাংলাকে বলেন, ‘যখন সবাই বুঝতে পারে যে, পুলিশ পিপার স্প্রে মেরেছে, তখন নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে দ্রুত সরে গেছে। হুড়োহুড়ি করে মসজিদ এবং দলীয় কার্যালয় থেকে বের হতে গিয়ে অনেকে আঘাত পেয়েছেন। গ্যাসক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমি হার্টের রোগী, আমি নিজেও খুবই দুর্বল হয়ে পড়েছি।’

নগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাসক্রিয়ায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মণি, জেলি চৌধুরী ও জেসমিনা খানমসহ শ’খানেক নেতাকর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘সমাবেশ শেষ হওয়ার পরও কয়েক’শ নেতাকর্মী সড়কে দাঁড়িয়ে গল্পগুজব করছিল। তাদের বারবার সড়ক ছেড়ে যেতে বলার পরও তারা যায়নি। বরং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। এদিকে কাজির দেউড়ি থেকে নেভাল মোড় পর্যন্ত সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়। সড়কে থেকে তাদের সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সামান্য পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে। এটা এমন ক্ষতিকর কিছু নয়।’

সারাবাংলা/আরডি/পিটিএম

পিপার স্প্রে পুলিশ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর