Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জোনায়েদ সাকি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১৬:৫৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

রোববার (২৯ মে) সকালে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যান তিনি। এসময় আহতদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত শোনেন জোনায়েদ সাকি।

পরে অপেক্ষমাণ সাংবাদিকদের জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিতাবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে। একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তার সঙ্গে ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহসভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথীসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

গণসংহতি আন্দোলন ছাত্রদলের নেতাকর্মী জোনায়েদ সাকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর