Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ১২ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১২:১০

নেত্রকোনা: নেত্রকোনায় নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ সময় নিবন্ধনহীন ১১টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

শনিবার (২৮ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী, স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর ও থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল হান্নান। অভিযান চলাকালে একই উপজেলার আরও ৬ প্রতিষ্ঠানকে তাদের লাইসেন্স নবায়নের জন্য এক মাস সময় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর পৌর শহরে থাকা নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানে চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযান চলাকালে নিবন্ধন না থাকায় সেবা ডিজিটাল ডায়াগনস্টিক, সততা ডিজিটাল ডায়াগনস্টিক, নিরাপদ ডায়াগনস্টিক, তাহমিনা ডায়াগনস্টিক, ইডেন ডায়াগনস্টিক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক, সোমেশ্বরী ডিজিটাল ডায়াগনস্টিক, রাফিয়া ডিজিটাল ডায়াগনস্টিক, তালুকদার ক্লিনিক, জয়া হেলথ কেয়ার ক্লিনিক ও পপুলার স্বাস্থ্য সেবা সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে, একইসময় কোনো কাগজপত্র না থাকায় সুপার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে দুর্গাপুর পৌর শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এসময় নিবন্ধন না থাকায় ১১টি প্রতিষ্ঠানকে বন্ধ, একটি প্রতিষ্ঠানকে সিলগালা ও ৬টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য এক মাস সময় দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এমও

ক্লিনিক-ডায়াগনস্টিক নেত্রকোনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর