Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কটিয়াদীতে অনিবন্ধিত ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

লোকাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১১:৫২

কিশোরগঞ্জ: কটিয়াদীতে নিবন্ধন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শনিবার (২৯ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলার সব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে নিজ প্রতিষ্ঠানের নবায়নকৃত বৈধ কাগজপত্র নিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাজরীনা তৈয়ব এর সমন্বয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকালে নিবন্ধন না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টারকে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বন্ধ করে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে- পৌর এলাকার দরগাহ (কলামহল) জামে মসজিদ মার্কেটের শারমিন ডায়াগনস্টিক সেন্টার, মানিকখালী বাজারের মেডিকন ডায়াগনস্টিক সেন্টার, বানিয়াগ্রাম বাজারের আল হেরা ডায়াগনস্টিক সেন্টার ও করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরীনা তৈয়ব বলেন, ‘যে সব প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নেই সেগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আর যে সব প্রতিষ্ঠান আসেনি, সেগুলো সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে যে সব প্রতিষ্ঠান লাইসেন্স এর জন্য আবেদন করেছেন কিন্তু এখনও লাইসেন্স পাননি তারা কার্যক্রম চালাতে পারবেন। অনিবন্ধিত বা নবায়নের জন্য আবেদন করেননি এমন প্রতিষ্ঠান কার্যক্রম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে অনিবন্ধিত সব প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশের পরিপ্রেক্ষিতে কটিয়াদীতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের বৈধ কাগজপত্র নিয়ে পর্যালোচনা করা হয়। এদের মধ্যে যে সব প্রতিষ্ঠানের নিবন্ধন নেই বা পুনঃনিবন্ধনের আবেদন করেননি এমন চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

সারাবাংলা/একে

কিশোরগঞ্জ ক্লিনিক টপ নিউজ হাসপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর