Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

ডি‌স্ট্রিক ক‌রেসপ‌ন্ডেন্ট
২৯ মে ২০২২ ১১:৪৩

লালমনিরহাট: কালীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল একটি ট্রাক। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ছিল। পরে লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা চাপারতল এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মাকেজ আলী নিহত হন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসূল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ ট্রাকচালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর