আওয়ামী লীগ মাফিয়ার রাজত্ব কায়েম করেছে: মির্জা ফখরুল
২৮ মে ২০২২ ২০:৪৯ | আপডেট: ২৮ মে ২০২২ ২২:৪৯
ঝিনাইদহ: আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত না। তারা দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে, সন্ত্রাস কায়েম করেছে। দেশকে মাফিয়ার দেশে পরিণত করেছে। শনিবার (২৮ মে) ঝিনাইদহে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে বিচার বলে কিছু নেই। সব নিয়োগে টাকা আর টাকা। তাই এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। অতীতের মতো রাজপথে রক্ত ঝরিয়ে আন্দোলনের মাধ্যমে তাদের পতন করতে হবে।’
জেলা সদরের ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজে সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদসহ বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।
এদিকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির সিনিয়র ভাইন চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণ শেষে কমিটি ঘোষণা করবেন কেন্দ্রীয় নেতাকর্মীরা।
সারাবাংলা/এমও