Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ে আগুন স্ত্রীর, পুড়েছে ৯৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ২০:০৮

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে বাগিচার ঝিল মসজিদ এলাকায় পাপিয়া সারোয়ার মিম (১৭) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধু স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ শরীরে আগুন দিয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (২৪ মে) দুপুরের দিকে শাজাহানপুর থানার পিছনে বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। পরে ওই মেয়েকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

দগ্ধ মিমের মা পারভীন আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। বর্তমানে বাগিচা ঝিল মসজিদ এলাকায় থাকে। মিমের বাবা আরশাদ মিয়া ডিমের ব্যবসা করেন। মিম তার স্বামী রাম্মিম’র সঙ্গে বাগিচা ঝিল মসজিদের পাশে থাকে। মিম শাজাহানপুর শান্তিবাগে অবস্থিত ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজে ইন্টারমিডিয়েট’র প্রথম বর্ষের ছাত্রী। সে তিন মাসের অন্তঃসত্ত্বাও।

পারভীন বলেন, ‘তিন বছর আগে পারিবারিকভাবে আমার মেয়ের সঙ্গে রাম্মিমের বিয়ে হয়। বেশ কয়েক দিন ধরে তাদের সংসারের কলহ শুরু হয়। মিমের স্বামী রাম্মিম অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িত। এই বিষয় নিয়ে রাম্মিমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো মিমের।’

মিমের মা বলেন, ‘আজ দুপুরে সংবাদ পাই মেয়ে শরীরে আগুন দিয়েছে। পরে হাসপাতলে গিয়ে মেয়েকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে নিজের গায়ে আগুন দিয়েছে।’

এদিকে বার্ন ইনস্টিটিউটে মিমের স্বামী রাম্মিম বলেন, ‘কাল রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। এর কারণে আমার স্ত্রী নিজের গায়ে আগুন দিয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে জানান, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গায়ে আগুন স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর