Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে গাফফার চৌধুরীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ১৩:১৮ | আপডেট: ২৮ মে ২০২২ ১৩:৫১

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছেছে ভাষা সংগ্রামী, প্রখ্যাত সাংবাদিক ও কলাম লেখক গাফফার চৌধুরীর মরদেহ। শনিবার (২৮ মে) দুপুর ১টার দিকে তার মরদেহ শহিদ মিনারে পৌঁছায়। এ সময় মাইকে বাজানো হয় শহিদ স্মরণে তার লেখা অমর সঙ্গীত, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’।

শহিদ মিনারে তার সম্মানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিব, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর তিনটার পর্যন্ত মরদেহ এখানেই রাখা হবে।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টার দিকে দেশে পৌঁছায় আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে এসেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

কেন্দ্রীয় শহিদ মিনারে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে তার মরদেহ। সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা হবে। বিকেল ৪টায় গাফফার চৌধুরীর লাশ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখান থেকে সাড়ে ৪টায় মিরপুরের শহিদ বুদ্দিজীবী কবরস্থানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

আবদুল গাফফার চৌধুরী ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ/এএম

আবদুল গাফফার চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর