পটুয়াখালীতে খামারে পালিত সাপের কামড়ে যুবকের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ১২:২৩ | আপডেট: ২৮ মে ২০২২ ১৫:৪৫
২৮ মে ২০২২ ১২:২৩ | আপডেট: ২৮ মে ২০২২ ১৫:৪৫
পটুয়াখালীতে পালিত সাপের কামড়ে জব্বার তালুকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত জব্বার ছোটবিঘাই ইউনিয়নের হরতুকিবাড়িয়া গ্রামের রফজে তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের কমর্চারী ছিলেন জব্বার। গতকাল সকালে তিনি সাপগুলোকে খাবার দিতে গেলে তার বাম হাতের তর্জনি আঙ্গুলে একটি সাপে কামড় দেয়। বিকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে পাঁচটার দিকে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এএম