Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে সংঘর্ষ: অর্ধশতাধিক ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাবি করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ০৮:১৯ | আপডেট: ২৮ মে ২০২২ ১২:১৩

ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ৫০ থেকে ৬০ জন ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ।

শুক্রবার (২৮ মে) রাতে এই মামলা দায়ের করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় ১৭ ছাত্রদল নেতার নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মওদূত হাওলাদার জানান, এই মামলার তদন্তভার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিনকে দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

এই বিষয়ে মামলার বাদী জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে শহীদুল্লা হলে ফেরার পথে দোয়েল চত্বরে কার্জন হলের সামনে পৌঁছামাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকে। এতে শহিদুল্লাহ হলের ৮ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।

সারাবাংলা/আরআইআর/এএম

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর