Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ব্যবসায়ীর নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দিলেন ৪০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১৮:২০

টাঙ্গাইল: ব্যবসায়ী আকাশ খানের নেতৃত্বে পৌরসভাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী ও কলেজ শিক্ষার্থীসহ ৪০ জন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান দিয়েছেন। শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের মেইন রোডের দলীয় জেলা কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা শাখার আহ্বায়ক মো. আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার।

বিজ্ঞাপন

জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্বে নেতাকর্মী যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহ আলম, অ্যাডভোকেট শামসুল আলম লাল, অ্যাডভোকেট মো. আবুল হোসেন, অ্যাডভোকেট মো. আবু তায়েব ও অ্যাডভোকেট মো. আ. কাদের তুলা, জাতীয় পার্টির নেতা মীর ওয়ারেজ আলী লিউ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. আ. রাজ্জাকসহ অন্যরা।

এসময় জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় টাঙ্গাইল জাতীয় পার্টিকে এগিয়ে নিতে যোগদানরত নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দেন বক্তারা।

সারাবাংলা/এমও

জাতীয় পার্টি টাঙ্গাইল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর