Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, ২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১৫:২৭ | আপডেট: ২৭ মে ২০২২ ১৫:৩৩

প্রতীকী ছবি

মানিকগঞ্জ: গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে কালীগঙ্গা নদী থেকে। মৃত পাঁচ বছর বয়সী শিশু রোহান পশ্চিম দাশড়া এলাকার চাল ব্যবসায়ী প্রবাল হোসেনের ছেলে।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু রোহান। দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম জানান, খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায় আমাদের দমকল বাহিনীর কর্মীরা। ঘণ্টাখানেক পর শিবালয় থেকে ডুবুরি দলও তাদের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।

খানে আলম জাহান জানান, সবার তৎপরতায় দুপুর দেড়টার দিকে শিশু রোহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিআর

গোসলে নেমে নিখোঁজ টপ নিউজ নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শিশুর মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর