Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১২:৪১ | আপডেট: ২৭ মে ২০২২ ১৫:২৬

প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মানিক মিয়া (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মানিক মিয়া ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মানিক মিয়াকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পারছি। তবে আত্মহত্যা করেছেন কি না কিংবা কী কারণে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সারাবাংলা/টিআর

গলায় ফাঁস গলায় ফাঁস দেওয়া মরদেহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর