Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গম-চিনির পর চাল রফতানি বন্ধের পরিকল্পনা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২২ ১২:৪০ | আপডেট: ২৭ মে ২০২২ ১৪:৩১

ফাইল ছবি

ভারতের অভ্যান্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রফতানি বন্ধের বিষয়টি বিবেচনা করছে দেশটির সরকার। এর আগে গম ও চিনি রফতানি নিষিদ্ধ করে ভারত। খবর দ্য ইকোনমিকস টাইমস।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে একটি কমিটি বাসমতি ছাড়া সাধারণ চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পণ্য-উৎপাদন পর্যালোচনা করছে। ফলে কোনো পণ্যের দাম বাড়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ কাজে সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তাই দাম পর্যবেক্ষণ কমিটি প্রতিটি পণ্যের বিষয়ে পর্যালোচনা করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।’

এদিকে অপর একজন কর্মকর্তার জানান, পাঁচটি পণ্যের ওপর রফতানি নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে গম ও চিনির ওপর তা কার্যকর করা হয়েছে।

সূত্র জানায়, চালের ওপর চিনির বিধিনিষেধ একই রকম হতে পারে। মূলত চিনি রফতানির ক্ষেত্রে ১০ মিলিয়ন টন পর্যন্ত সীমাবদ্ধ আরোপ করা হয়েছে। ফলে এর বেশি চিনি রফতানি করতে নিজ দেশের ব্যবসায়ীদের অনুমতি দেবে না ভারত সরকার।

গত এপ্রিলে দেশটির খুচরা বাজরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৭৯ শতাংশে গিয়ে ঠেকেছে, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ। তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পণ্য রফতানির ক্ষেত্রে নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে ভারত।

চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ২০২১ থেকে চলতি বছরের এখন পর্যন্ত ১৫০টির বেশি দেশে চাল রফতানি করেছে দেশটি।

সারাবাংলা/এনএস

চাল রফতানি ভারত

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর