Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত থেকে ফেরার পথে কৃষককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১০:৪৯

নেত্রকোনা: মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এরশাদ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে খুন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৯টার দিকে জেলার আটপাড়া উপজেলায় সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত এরশাদ মিয়া জেলার আটপাড়া উপজেলার হাতিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এরশাদ মিয়ার সঙ্গে একই গ্রামের সবুজ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে ৮ মাস আগে দুইপক্ষের মাঝে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যেই নিয়মিত মামলা চলমান রয়েছে।

নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, নেত্রকোনা আদালতে পূর্বের মামলায় হাজিরা দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন কৃষক এরশাদ মিয়া। খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে থাকা সবুজ মিয়ার লোকজন এরশাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ূন কবীর বলেন, হাসপাতালে আসার আগেই এরশাদ মিয়ার মৃত্যু হয়েছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, এরশাদ নামের একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

কুপিয়ে হত্যা কৃষককে হত্যা টপ নিউজ নেত্রকোনা সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর