রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করতে পশ্চিমা নেতাদের আহ্বান জেলেনস্কির
২৭ মে ২০২২ ১০:৪৭ | আপডেট: ২৭ মে ২০২২ ১০:৪৮
রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে যুদ্ধের সমাপ্তি টানতে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুধুমাত্র স্বাধীন থাকার জন্যই তার দেশ এই চড়া মূল্য দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরা।
গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন সবসময় স্বাধীন থাকবে এবং এটাকে কেউ ভাঙতে পারবে না। স্বাধীনতার জন্য আমাদের জনগণকে কি মূল্য দিতে হবে এবং অর্থহীন যুদ্ধের জন্য রাশিয়াকে কেমন মূল্য দিতে হবে সেটাই এখন বড় প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘এই বিপর্যয়কর পরিস্থিতি এখনই বন্ধ করা সম্ভব, যদি বিশ্ব মনে করে ইউক্রেনের ঘটনাগুলো সরাসরি তাদের সঙ্গে ঘটছে। শক্তিধর দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে খেলা না করে সত্যিই যুন্ধ বন্ধ করার জন্য চাপ দেয়।’
গত কয়েক দিনে পশ্চিমা নেতাদের বেশি সমালোচনা করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ, দেশটির প্রধান দু’টি শহর সেভেরোডোনেটস্ক ও লিসিচানস্কের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হাজার হাজার রুশ সেনা প্রবেশ করেছে।
সারাবাংলা/এনএস