Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু চোর-ডাকাতকে একখানে করি বলিছে আমি প্রধানমন্ত্রী’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১৯:২২

ঠাকুরগাঁও: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ হাসিনা জবরদখলকারি প্রধানমন্ত্রী, চেয়ার দখলকারী অবৈধ প্রধানমন্ত্রী। নির্বাচন করে নাই, রাত্রি বেলায় কিছু চোর-ডাকাতকে একখানে করি বলিছে আমি প্রধানমন্ত্রী।’

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও তো ইলেকশন করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছেন। ওই যে পুলিশ আছে তারাও একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। প্রধানমন্ত্রী হতে হলে ভোট করতে হয়।’

ঠাকুরগাঁওয়ের মানুষ আজ যেভাবে দেখিয়েছে, তাতে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এ বছরেই মীমাংসা হয়ে যাবে গণতন্ত্র থাকবে, নাকি স্বৈরতন্ত্র থাকবে। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করবোই। তবে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, তাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, প্রশাসন পরিবর্তন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৫টি আসনে নির্বাচন করেছেন, একটাতেও তিনি হারেননি। কথা বলতেও লজ্জা লাগে, শেখ হাসিনা কি করে বললেন, ওনাকে (খালেদা জিয়া) টুস করে ফেলে দিবেন, চুবানি খাওয়াবেন। মাঝে মাঝে মনে হয়, এ দেশেই থাকবো না।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা পুলিশের উপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে, বিষয়টি পুলিশ ভাইদের ভাবতে হবে। বিএনপি আপনাদের এই অবস্থায় ফেলেনি। এর জন্য কে দায়ী, এর জন্য দায়ী শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, দফতর সম্পাদক মামুন উর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

সারাবাংলা/এমও

চোর-ডাকাত প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর