Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে কৃষক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১৭:০২

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীর নগর ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে এক কৃষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

এর আগে, ধর্ষণ মামলা দায়েরের পর বুধবার রাতে লিটন সরকারকে তার শ্বশুরবাড়ির এলাকা খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। লিটনসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুধাংশু সরকারের ছেলে। সে পেশায় কৃষক। তার এক স্ত্রী ও দু’টি সন্তান আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান। মামলার বরাত দিয়ে তিনি জানান, প্রায় চার মাস আগে অভিযুক্ত লিটন সরকারের সঙ্গে কিশোরীর প্রেম হয়। চলতি মাসের ৫ তারিখ বিয়ের কথা বলে নগর ইউনিয়নের নয়াগাঁও বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবেশ তালুকদারের ফাঁকা বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে লিটন। পরে মেয়েটিকে বিয়ে না করে সে পালিয়ে যায়।

লিটনের খোঁজ না পেয়ে মেয়েটি ধর্ষণের ঘটনাটি স্থানীয়দের জানায়। স্থানীয়রা মেয়েটিকে তার নিজের পরিবারের হেফাজতে দেয়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

সারাবাংলা/এমও

কারাগার কিশোরী ধর্ষণ কৃষক নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর