Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া সাক্ষী দেওয়ায় ভাই-বোনের ৩ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১৬:৪০

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একটি ফৌজদারি মামলায় ভুয়া সাক্ষী দেওয়ার অপরাধে আপন ভাই-বোনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক কাউসার পারভীন অভিযুক্ত আপন ভাই-বোন মরিয়ম বেগম ও রুহুল আমিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

দণ্ডিত মরিয়ম ও রুহুল আমিন রাঙ্গামাটির লংগদু উপজেলার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নন-জিআর ৬২/১৮ মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল। জনৈক শামীম সেজে রুহুল আমিনের সাক্ষ্য দেওয়ার বিষয়টি নজরে আসে। বিচারক রুহুল আমিন ও তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা তার বোন মরিয়ম বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ২০৫/৪১৯ ধারায় এজাহার রুজুর নির্দেশ দেন।

এই মামলায় তদন্ত শেষে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের পর বৃহস্পতিবার বেলা ১২টায় আদালত উপস্থাপিত সব সাক্ষ্যপ্রমাণ বিবেচনাপূর্বক আসামি দুই ভাই-বোনের প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।

সারাবাংলা/এমও

কারাদণ্ড ভাই-বোন ভুয়া সাক্ষী