থানচিতে গাড়ি খাদে: মৃত্যু বেড়ে ৩, নিহত সবাই বুয়েটের কর্মচারী
২৬ মে ২০২২ ১৫:৫৫ | আপডেট: ২৬ মে ২০২২ ১৭:১৩
বান্দরবান: জেলার থানচি উপজেলার জীবন নগরে পর্যটকবাহী গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন- ময়মনসিংহের মঞ্জুর আলম, লালবাগের হামিদুল ইসলাম ও ফরিদপুরের মো. জয়নাল। তারা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা কর্মচারী ছিলেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আহত ছয় জনের মধ্যে প্রশাসনের সহযোগিতায় গুরুতর আহত মিলন, ফারুক, রাজিব, ফয়সাল এ চার জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া আবদুল মালেক ও অহিদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকার থেকে ৯ জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবন নগরে গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক জন মারা যায়।
আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর সময় পথে এক জন ও হাসপাতালে নেওয়ার পর এক জন মারা যায়।
বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জানান, পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
সারাবাংলা/একেএম/এমও