হজযাত্রায় খরচ বাড়ল ৫৯ হাজার টাকা
২৬ মে ২০২২ ১৫:৪৬ | আপডেট: ২৬ মে ২০২২ ১৬:৫৭
ঢাকা: সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য ৫৯ হাজার টাকা খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি উভয় পর্যায়েই ঘোষিত প্যাকেজের সঙ্গে এই অতিরিক্ত টাকা যোগ হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘গত ২৫ মে সৌদি আরব সরকার মিনায় অবস্থানের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপে ব্যয়ের বিবরণী নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ সি ও ডি প্রকাশ করা হয়েছে। সেই তথ্যানুযায়ী মোয়াল্লেম ফি সি ধাপে ৮ হাজার ৬৪০ রিয়াল, আর ডি ধাপে ৭ হাজার ৪৯০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে সি ধাপে বাংলাদেশি টাকায় ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ডি ধাপে ৭৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘উন্নতমানের বাস, ট্রেন সার্ভিস এবং বাড়িভাড়া থেকে উভয় প্যাকেজে অর্থ সাশ্রয় করা হয়েছে। উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ বর্ধিত এই টাকা নেওয়ার জন্য আগামী ২৮, ২৯ এবং ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এ উদ্দেশ্যে আগামী শনিবার দেশব্যাপী তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।’
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় দু’টি প্যাকেজ রয়েছে। এর একটির মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয়টির মূল্য ৪ লাখ ৬২ হাজার টাকা। আর বেসরকারিভাবে একটি প্যাকেজে খরচ পরবে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।
সারাবাংলা/জেআর/পিটিএম