পদ্মায় তীব্র স্রোত, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ
২৬ মে ২০২২ ১২:৪১ | আপডেট: ২৬ মে ২০২২ ১৪:৩২
মুন্সীগঞ্জ: তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সকাল থেকেই ফেরিচলাচল বন্ধ রয়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে স্বাভাবিকভাবে চলছে ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকেই এই রুটে ফেরি চলছে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেরিন কর্মকর্তা আহমদ আলী বলেন, স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ মার্কিং বয়াটি স্রোতের তোড়ে ভেসে যাওয়ায় পদ্মায় ফেরিগুলো দিক নির্ণয়ে ব্যর্থ হচ্ছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়ছে।
একই নদীতে দুই রুটের একটিতে ফেরি চালু ও অন্যটিতে বন্ধ রাখা প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিগুলো পদ্মাসেতুর নিচ দিয়ে চলাচল করে। এই রুটের ফেরিগুলো অতিরিক্ত স্রোতে নিয়ন্ত্রণ হারালে সেতুর পিলারে ধাক্কা লাগতে পারে। সে কারণে নদীতে অতিরিক্ত স্রোত থাকলে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, শিমুলিয়া-মাঝিকান্দি ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল অব্যাহত আছে। এই নৌপথে মোট ৮২টি লঞ্চ চলছে।
সারাবাংলা/টিআরa