Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২২ ১১:০১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় খিলগাঁও তালতলায় নার্গিস (২৫) নামে এক নারী এবং হাজারীবাগ বেড়িবাঁধে ৪২ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) ভোরে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ও সকাল ৭টার নার্গিসকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে তিনজন পথশিশু নার্গিসকে হাসপাতালে নিয়ে আসেন। ওই পথ শিশুরা জানায়, খিলগাঁও তালতলা মার্কেটের সামনের রাস্তায় আহত অবস্থায় পড়েছিলেন ওই নারী। স্থানীয় পুলিশ তাদের দিয়ে ওই নারীকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওই নারীর মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তিনিও ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।

এদিকে হাজারীবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রনজিৎ ঘোষ জানান, গত রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ বউবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে ছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ ঢাকা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর