সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
২৬ মে ২০২২ ০৮:৩২ | আপডেট: ২৬ মে ২০২২ ০৯:৫৭
সিরাজগঞ্জ: জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার (২৫মে) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে ওসি লুৎফর রহমান বলেন, গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তাদের মধ্যে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তবে এই মুহূর্তে নিহতদের নাম পরিচয় দেওয়া সম্ভব নয়।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান।
সারাবাংলা/এনএস