Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ সদরে আ.লীগ সভাপতি আওলাদ, সম্পাদক সাত্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২৩:১৪ | আপডেট: ২৫ মে ২০২২ ২৩:৫১

কিশোরগঞ্জ: দীর্ঘ ২৫ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সভাপতি পদে বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনকে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তিন মাসের মধ্যে তাদের ৭১ সদস্যের কমিটি তৈরি করতে বলা হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা কাউন্সিল অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব দাবি করলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরে কেন্দ্রীয় নেতৃত্ব সমঝোতার ভিত্তিতে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কিশোরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের রাজনীতিতে এ অঞ্চলের ভূমিকার ওপর সবসময় দলের ক্ষমতা যাওয়া, না যাওয়া নির্ভর করে। কাজেই এই ঐতিহ্যকে ধরে রেখে দলের সাংগঠনিক শক্তিকে সুসংহত করতে হবে।

বিকেলে জাতীয় সংগীতের সঙ্গে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ বি এম রিয়াজুল কবির কাউছার, সাহাবুদ্দিন ফরাজী, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর সম্মেলন হওয়া হাজার হাজার নেতাকর্মী দুপুর থেকে মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। এই সম্মেলন পরে এক বিশাল কর্মী সমাবেশে পরিণত হয়।

সারাবাংলা/টিআর

আওয়ামী লীগের সম্মেলন উপজেলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ সদর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর