Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণে নিহত বহু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ২৩:০৪ | আপডেট: ২৬ মে ২০২২ ১০:৪৩

আফগানিস্তানের কাবুলে একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিনে মাজার-ই-শরিফ শহরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বালাখ প্রদেশে আরও তিনটি বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

কাবুল শহরের জরুরি চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫ জনের মরদেহ গ্রহণ করা হয়েছে। এছাড়া এক ডজনের বেশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। ওই মসজিদে দুষ্কৃতিকারীরা বোমা রেখে গিয়েছিল।

এদিকে বালাখ প্রদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বুধবার পৃথক পৃথক স্থানে তিনটি বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বালাখে শিয়া মুসলিমদের লক্ষ্য করে বিস্ফোরণগুলো ঘটানো হয়।

সারাবাংলা/আইই

আফগানিস্তান তালেবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর