Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা ২% নির্ধারণ করল বিএসইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২১:০৯

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নিয়ম অনুযায়ী কোনো শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত কমতে পারবে। বৃহস্পতিবার (২৬ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (২৫ মে) বিএসইসির নির্বাহীর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৮ মার্চ পুঁজিবাজারে পতন ঠেকাতে দাম কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে কমিশন। পরে গত ২০ এপ্রিল শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা ৫ শতাংশ করে। বুধবার (২৫ মে) ৫ শতাংশ থেকে কমিয়ে পুনরায় ২ শতাংশ করা হলো।

এছাড়াও ২০২১ সালে সর্বোচ্চ পতনের ২ শতাংশ সীমা বেঁধে দিয়েছিল কমিশন। ওই বছরে প্রথম ও দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস তুলে নেওয়া কোম্পানিগুলোর উপর এই সীমা আরোপ করা হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

দাম কমার বিএসইসি শেয়ার সীমা নির্ধারণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর