Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ১৮:১২ | আপডেট: ২৫ মে ২০২২ ১৮:৩৫

ময়মনসিংহ: নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে।

বুধবার (২৫ মে) সকালে নগরীর শ্যামচারণ রায় রোডে বাংলাদেশ নজরুল সেনা’র উদ্যোগে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও র‌্যালি হয়েছে।

এদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং পরে শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ নজরুল সেনা সভাপতি মিজানুর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম, সহসভাপতি মাহবুব হোসেন সেলিম, জাহাঙ্গীর আহম্মেদ, কার্যকরী সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, নজরুলের জন্মজয়ন্তী আমরা জাঁকজমকভাবে করার চেষ্টা করছি। নজরুল সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে নজরুল মেলা। সবার সহযোগিতায় অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

সারাবাংলা/টিআর

নজরুল জন্মজয়ন্তী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর