ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু
২৫ মে ২০২২ ১৮:১৫ | আপডেট: ২৫ মে ২০২২ ২০:২৮
ঢাকা: রাজধানীর রমনায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে সুব্রত সাহা (৫৩) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি কোনোভাবে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন— এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। নিহত প্রকৌশলীর নাম সুব্রত সাহা। তার গ্রামের বাড়ি চাঁদপুর। ঢাকায় হাতিরপুল এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সুব্রত সাহা হোটেলের প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন। দুপুরে হোটেলের ছাদ থেকে পড়ে গেলে তার মৃত্যু হয়েছে। হোটেলের দ্বিতীয় তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, সুব্রত সাহা ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন নাকি তিনি কোনো কারণে পড়ে গিয়ে মারা গেছেন— এটি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। তাদের কাজ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/এসএসআর/টিআর
ছাদ থেকে পড়ে মৃত্যু প্রকৌশলী সুব্রত সাহা প্রকৌশলীর মৃত্যু হোটেল ইন্টারকন্টিনেন্টাল