মানবতাবিরোধী অপরাধ: ডুমুরিয়ার নাজের আলীর জামিন
২৫ মে ২০২২ ১৭:৪৭ | আপডেট: ২৫ মে ২০২২ ১৯:১৯
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়া উপজেলার নাজের আলী ফকিরকে (৬৮) স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালতে আসামিরপক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে, গত ২১ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়া উপজেলা ও ঢাকা থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।
নাজের আলী ছাড়া গ্রেফতার অন্যরা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর সরদার (৬৭ ), রওশন আলী গাজী (৭২) ও সোহরাব হোসেন সরদার (৬২)।
আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আনু মোল্লা ওরফে আজিজ শেখ, মজিদ বিশ্বাস, সাহেব আলী, শামসুল মোল্লা, ইমাম শেখ, আমজাদ সরদার, আব্দুল লতিফ মোড়ল ও কাওসার শেখসহ ৯ জনকে ধরে রানাই এলাকার বকুলতলায় নিয়ে গিয়ে গুলি করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
ওই ঘটনায় খর্নিয়া গ্রামের লিয়াকত আলী গাজী বাদী হয়ে গত ১ জানুয়ারি ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।
সারাবাংলা/কেআইএফ/একে