Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ১৫:১৪

নওগাঁ: জেলার রাণীনগর উপজেলায় ট্রাক চাপায় আব্দুল্লা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটি তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল। এ ঘটনায় শিশুর বাবা প্রফেসর জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে রাণীনগর-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা গোলচত্বর এলাকা থেকে নাস্তা শেষে মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন প্রফেসর জাহাঙ্গীর। এ সময় হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সামনে থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে শিশু ও তার বাবা ট্রাক চাপায় গুরুতরভাবে আহত হন।

পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাকে মৃত ঘোষণা করেন। আর আহত প্রফেসর জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

নওগাঁ রাণীনগর উপজেলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর