Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই যুবকের পেট থেকে ৩টি সোনার বার উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ১৫:০৩

বেনাপোল: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে দুই যুবকের কাছ থেকে ৩৫০ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা। বুধবার (২৫ মে) সকাল ৯টার দিকে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খান এর ছেলে মো. ফাহাদ উজ জামান খান (২১) ও একই থানার কাশেম খান এর ছেলে নান্টু খান (২৩)।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া বলেন, গোপন সুত্রের মাধ্যমে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশে সোনা চোরাকারবারীরা বেনাপোল চেকপোস্টে অবস্থান করছে। তারপর বেনাপোল কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই দুই যুবককে সন্দেহজনকভাবে আটক করে। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করিয়ে সোনার বার নিশ্চিত হয়ে পায়ুপথ থেকে ৩টি সোনার বার বের করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

সোনার বার উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর