Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ১৩:০৬ | আপডেট: ২৫ মে ২০২২ ১৩:৫৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। আগামী (২৮ মে) শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।

হামলার পরপরই বিবৃতিতে হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবন, মাঠ, সামরিক স্থাপনা, নৌ ঘাঁটি এবং নৌ যানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইন কঠোর করার আভাস দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে শিক্ষার্থীসহ ২১ নিহত হন। এর মধ্যে দুই শিক্ষক রয়েছেন। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় কয়েক শিক্ষার্থীকে ভর্তি করায় এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

ঘটনাটি সে একাই ঘটিয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

সারাবাংলা/এনএস

জাতীয় পতাকা অর্ধনমিত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর