Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন আগেই বন্ধুকে গুলির ছবি পাঠিয়েছিল রামোস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ১২:০৫ | আপডেট: ২৫ মে ২০২২ ১৪:৪২

নিহতদের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন সান আন্তোনিওর আর্চবিশপ গুস্তাভো গার্সিয়া সেলার, ছবি: সিএনএস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলাকারী সালভাদর রামোস (১৮) ঘটনার চারদিন আগে একটি বন্দুক ও গোলাবারুদ ভর্তি একটি ব্যাগের ছবি তার সাবেক এক বন্ধুর কাছে পাঠিয়েছিলেন। এ হামলায় শিশুসহ ২১ জনকে নিহত হয়েছেন। খবর সিএনএন।

নাম প্রকাশ না করার শর্তে ওই বন্ধু সিএনএন’কে বলেন, তিনি রামোসের কিছুটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন। আর মাঝেমধ্যে তার কাছ থেকে একসঙ্গে এক্সবক্স খেলার প্রস্তাব পেতেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সে (সালভাদর রামোস) যখন-তখন আমাকে মেসেজে পাঠাত। ঘটনার চারদিন আগে সে আমাকে তার ব্যবহৃত এআর’র (আধা-স্বয়ংক্রিয় রাইফেল এআর-১৫) ছবি পাঠিয়েছিল। এছাড়া গুলি ও ম্যাগাজিন ছিল। আমি বলি, ভাই তোমার কাছে এগুলো কেন? জাবাবে সে বলে, এগুলো নিয়ে চিন্তা করো না। সে আরও বলে, আমাকে এখন অন্যরকম লাগছে, তুমি দেখলে চিনতেও পারবা না।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে গুলি, শিশুসহ নিহত ২১

ওই বন্ধু আরও বলেন, রামোস তার পোশাক এবং পরিবারের আর্থিক অবস্থার জন্য অন্যদের কাছে কটূক্তির শিকার হয়েছিল। পরে শেষ পর্যন্ত তাকে ক্লাসরুমে খুব কম দেখা গিয়েছিল।

হামলাকারী সালভাদর রামোসের বন্ধু বলেন, ‘মনে হতো সে স্কুলে যেতে পছন্দ করত না এবং ধীরে ধীরে সে ঝড়ে পড়ল। সে খুবই সাদামাটাভাবে স্কুলে আসত।’

তিনি আরও বলেন, ‘স্নাতক শেষ হওয়ার পরে তার (সালভাদর রামোস) সঙ্গে যোগাযোগ কমিয়ে দেই। কিন্তু কয়েকমাস পর পর রামোস তাকে মেসেজ করত বা এক্সবক্স খেলতে বলত।’

সারাবাংলা/এনএস

বন্দুক হামলা যুক্তরাষ্ট্র সালভাদর রামোস