Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২২ ২১:১৮

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল— উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও একই এলাকার আবু তাহের (১৪)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার শিশু পাগলা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর