ডনবাসে হামলা রোধে অস্ত্র সহায়তার অনুরোধ ইউক্রেনের
২৪ মে ২০২২ ১৬:২৮ | আপডেট: ২৪ মে ২০২২ ১৮:২৯
রাশিয়ার সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য ইউক্রেনের কাছে এখনো প্রয়োজনীয় অস্ত্র নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবো৷। তাই বন্ধু রাষ্ট্রগুলোর কাছে আরও অস্ত্র সহায়তার অনুরোধ করেছেন তিনি। খবর আলজাজিরা ও আরটি।
দেশটির ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর নিমর্ম হামলা প্রতিরোধে এসব অস্ত্র প্রয়োজন বলেও জানিয়েছেন ইউক্রেনের এই পররাষ্ট্রমন্ত্রী।
এক টুইট বার্তায় দিমিত্রো কুলেবো লিখেছেন, ‘অস্ত্র ও গোলাবারুদ, বিশেষ করে এমএলআরএস (মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম), দূরপাল্লার আর্টিলারি, এপিসি (আর্মার্ড কর্মী বাহক) সরবরাহের ক্ষেত্রে গতি বাড়াতে বন্ধু দেশগুলোর প্রতি অনুরোধ করছি।’
এদিকে রুশ সংবাদমাধ্যম আরটি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে হারপুন অ্যান্টি-শিপ মিসাইল এবং লঞ্চার সরবরাহ করবে ডেনমার্ক। তবে কি পরিমাণ সরবরাহ করা হবে তা উল্লেখ করেননি তিনি। গতকাল সোমবার (২৩ মে) মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ তথ্য জানান।
এর আগে, গত সপ্তাহে রাশিয়ার নৌবহরকে ‘ধ্বংস’ করতে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে ঘোষণা দিয়েছিল ইউক্রেন। যদিও পেন্টাগণের বিদায়ী মুখপাত্র সেই দাবি অস্বীকার করেছিলেন।
সারাবাংলা/এনএস