Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্সে আদালতে সম্রাট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মে ২০২২ ১১:০০ | আপডেট: ২৪ মে ২০২২ ১৪:১২

ফাইল ছবি

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহির্ভূত আইনের মামলায় আত্মসমর্পণ করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত সম্রাটের আত্মসমর্পণের কথা রয়েছে।

গত ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্রাটের জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

এর আগে, গত ১১ মে ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক এই মামলায় জামিন মঞ্জুর করেন।

জানা যায়, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমান সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/এআই/এমও

আত্মসমর্পণ দুদক যুবলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর