Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মারধরে অতীষ্ঠ’ গৃহকর্মী কুপিয়ে খুন করল গৃহকর্ত্রীকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ১৯:২৮ | আপডেট: ২৩ মে ২০২২ ২২:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে এক গৃহকর্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে গৃহকর্মী। অভিযুক্ত গৃহকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তার অভিযোগ, গৃহকর্মী বকাঝকা ও মারধর করায় ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কোপ দিয়েছে।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমানবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মর্জিনা বেগম (৪৫) আমানবাজার এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শহীদুল হকের স্ত্রী। তিনি পক্ষাঘাতে আক্রান্ত।

গ্রেফতার ‍গৃহকর্মী সঞ্চিতা বেগম (২৫) ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী হলেও বিয়ে করে ধর্মান্তরিত হন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সারাবাংলাকে জানান, সকালে সঞ্চিতাকে কাঁঠাল ভাঙতে বলেন মর্জিনা। আদেশ অমান্য করায় সঞ্চিতাকে বকাঝকা করেন মর্জিনা। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সঞ্চিতা দা দিয়ে মর্জিনাকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে আহত অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মর্জিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এর আগেই পুলিশ ওই বাসায় গিয়ে সঞ্চিতাকে গ্রেফতার করে।

গ্রেফতার সঞ্চিতাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঞ্চিতা শাহজালাল নামে একজনকে বিয়ে করে ধর্মান্তরিত হন। তবে বনিবনা না হওয়ায় স্বামী তাকে ছেড়ে যায়। দুই সপ্তাহ আগে মর্জিনার বাসায় কাজ নেয়। সঞ্চিতার অভিযোগ, গত (রোববার) রাতেও মর্জিনা তাকে বকা দেয়ার পাশাপাশি গায়ে হাত তোলেন। সোমবার সকালে কাঁঠাল ভাঙা নিয়ে আবারও গায়ে হাত তুললে ক্ষুব্ধ হয়ে সঞ্চিতা দা দিয়ে কোপ দেয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

কুপিয়ে ‍খুন গৃহকর্ত্রী গৃহকর্মী টপ নিউজ মারধরে অতীষ্ঠ