Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইওয়ান রক্ষায় বল প্রয়োগের ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২২ ১৫:১৮ | আপডেট: ২৩ মে ২০২২ ১৭:৫৬

তাইওয়ানে চীনা আধিপত্য রুখে দিয়ে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে বল প্রয়োগে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ মে) জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে, তাইওয়ানের ব্যাপারে কোনো ধরনের বাহ্যিক চাপ সহ্য করা হবে না বলে বারবার সতর্ক করেছে চীনা কর্তৃপক্ষ। তা সত্ত্বেও, তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনায় কোনো ধরনের পরিবর্তন আনেনি। বাইডেনের নতুন এই ঘোষণার মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হলো।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম এশিয়া সফর করছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জো বাইডেন এ অঞ্চলের চীনের একক কর্তৃত্ব রুখে দিতে সমমনা শক্তিগুলোকে এক জোট হওয়ার তাগিদও দিয়েছেন।

সারাবাংলা/একেএম

চীন জো বাইডেন টপ নিউজ তাইওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর