বাংলাদেশের কাছে তেল বিক্রি করতে চায় রাশিয়া
স্পেশাল করেসপন্টেন্ড
২৩ মে ২০২২ ১৪:২৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১৫:৫৪
২৩ মে ২০২২ ১৪:২৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১৫:৫৪
ঢাকা: বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেটি কিভাবে কেনা যায় তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি ভালো। বিকল্প উৎস থেকে তেল আমদানির বিষয়টিও দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘আপাতত তেলের দাম সমন্বয়ের প্রয়োজন নেই। এ ছাড়া গ্যাস, বিদ্যুতের দামেও সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে চায় সরকার।’
সারাবাংলা/জেআর/এসএসএ