Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ১৪:০৬

নেত্রকোনা: জেলার সদর উপজেলার চল্লিশা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা ময়মনসিংহগামী ধানবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন আরেকজন।

সারাবাংলা/এএম

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর