Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২২ ১৩:০১ | আপডেট: ২৩ মে ২০২২ ১৪:১১

চট্টগ্রাম ব্যুরো: নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নদীতে সাম্পান ডুবে গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।

সোমবার (২৩ মে) সকালে নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।

মৃত মো. সোহাগের (১৭) বাড়ি কুমিল্লার লাকসামে। থাকতেন চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায়। সোহাগ ও তার বাবা নৌপথে মাছ আনা-নেয়ার শ্রমিকের কাজ করতেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান সারাবাংলাকে জানান, গত শনিবার সোহাগ তার বাবার সাথে মাঝ নদীতে মাছ আনতে গিয়েছিলেন। নদীতে নোঙ্গর করা একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে তাদের সাম্পানটি ডুবে যায়। সাম্পানে শুধুমাত্র বাবা-ছেলে ছিলেন। বাবা সাঁতরে তীরে উঠতে পারলেও সোহাগ নিখোঁজ ছিলেন।

নদীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সোহাগের লাশের সন্ধান মেলেনি। সোমবার সকালে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় লাশটি ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে সেটি উদ্ধার করেছে।

সারাবাংলা/আরডি/এএম

কর্ণফুলী নদী কিশোরের লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর