কানাডায় ঝড়ে মৃত্যু বেড়ে ৮
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২২ ১১:০১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৮
২৩ মে ২০২২ ১১:০১ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:৫৮
কানাডার জনবহুল দুই প্রদেশ ওন্টারিও ও কিউবেকে প্রবল বজ্রঝড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু বেড়ে আট জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুর হয়েছে গাছ বা গাছের ভারী ডালের নিচে চাপা পড়ে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে রোববারও ব্যাপক তৎপরতা চালিয়েছে সংশ্লিষ্ট হাইড্রোওয়ান কোম্পানি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওন্টারিও এবং কিউবেক প্রদেশের ওপর দিয়ে শনিবার বিকেলে দুই ঘণ্টার বেশি সময় ধরে বজ্রসহ ঝড় বয়ে যায়। টর্নেডোর মতো শক্তি নিয়ে আঘাত হানা ওই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার।
ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক বিদ্যুৎ-বিতরণ টাওয়ার উল্টে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি।
সারাবাংলা/একেএম