Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি হাকিম, সম্পাদক সজল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ২০:৪৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল হাকিম সভাপতি এবং নূরুল ইসলাম সজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২২ মে) বিকেলে শহরের শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিতিত্তে তাদের নির্বাচিত করা হয়।

নব-নির্বাচিত সভাপতি আব্দুল হাকিম দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদেকর দায়িত্ব পালন করেছেন। আর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সজল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সজল তার আগে জেলা ছাত্রলীগের সভাপতিও ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান। অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের এমপি হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাজিল জয়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ সদর উপজেলা সম্মেলন সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর