মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির আবেদন নেওয়া বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ২০:২৭
২২ মে ২০২২ ২০:২৭
ঢাকা: বিভিন্ন ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির আবেদন বন্ধ করে দিয়েছে সরকার। তবে চালু থাকবে নারী মুক্তিযোদ্ধাদের (বীরঙ্গনা) আবেদন গ্রহণ। গত ১৮ মে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
জামুকার মহাপরিচালক মো. জহুরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়— জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা ব্যতিত অন্য কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই। তবে যে সব আবেদন এরইমধ্যে গ্রহণ করা হয়েছে তা যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে।
সেগুলো নিষ্পন্ন করার কাজ যথারীতি চলমান থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সারাবাংলা/জেআর/একে