Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাফরুলে ছুরিকাঘাতে গৃহকর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১৯:০৮

ঢাকা: রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার এক বাসায় ছুরিকাঘাতে ফাতেমা আক্তার (৩৫) নামে এক নারী খুন হয়েছে। ওই নারী গৃহকর্মীর কাজ করতো।

রোববার (২২ মে) বেলা পোনে ১২টার দিকে কাফরুল ইব্রাহিমপুর ঈদগা রোডের ৯৩৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি হাফিজুর রহমান জানান, রোজার ইদের পরে ইব্রাহিমপুর ইদগা রোডের ওই বাসায় ফাতেমা গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয়। আজ বেলা পোনে ১২টার দিকে এক ব্যক্তি বাসায় প্রবেশ করে ওই গৃহকর্মীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ফাতেমা ঘটনাস্থলে মারা যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ফাতেমার দ্বিতীয় স্বামী। তাকে গত দুইমাস আগে ফাতেমা বিয়ে করেছে। ঘটনার সময় বাসার গৃহকর্তী ফাতেমাকে বাঁচানোর চেষ্টা করে।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে মৃতদেহ আছে। সিআইডির ফরেনসিক বিভাগ বিভিন্ন আলামত সংগ্রহ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

খুন ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর