Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ভ্যানে ধাক্কা দেওয়া বাসের চালক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১৯:০২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে পুলিশের ভ্যানে ধাক্কা দেওয়া বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ মে) রাতে নগরীর ফইল্যাতলী বাজার থেকে তাকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।

গ্রেফতার নাহিদুল ইসলাম স্বপন (২৭) নোয়াখালী জেলার সুধারামপুর উপজেলার পূর্ব শোলাকিয়া এলাকার বাসিন্দা। বাসা চট্টগ্রাম নগরীর কৈবল্যধাম এলাকায়। নগরীর অলঙ্কার-সাগরিকা রুটের বাসের চালক নাহিদুল।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন সারাবাংলাকে বলেন, ‘দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে যাওয়া নাহিদুলকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফইল্যাতলী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) দুপুরে তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে।’

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে পুলিশের ভ্যানে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হন।

সারাবাংলা/আরডি/একে

ধাক্কা পুলিশ ভ্যান বাসের চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর